by Priyo Australia | June 5, 2014 9:31 pm
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ১লা জুন মেলবোর্ন জাতীয়তাবাদী ছাত্রদল এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করে। মেলবোর্ন ছাত্রদল এর সভাপতি কায়াস মাহমুদ জনির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মেদের পরিচালনায় উক্ত সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সুপ্রিম কোর্ট বার কাউন্সিল এর সভাপতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদিন। তিনি তার বক্তব্যে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশে চলমান নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে দেশে বিদেশে আন্দোলন জোরদার করার আহবান জানান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, মানবাধিকার বিষয়ক সম্পাদক বিএনপি, ব্যারিস্টার কায়সার কামাল, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, নিলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য। বক্তারা সবাই বাংলাদেশের রাজনীতিতে শহীদ জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে, তার আদর্শে অনুপ্রানিত হবার আহবান জানান ও তার আত্মার শান্তি কামনা করেন। তরুণ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান তারেক ও মক্কা মহানগর বিএনপির আহবায়ক ফেরদৌস চৌধুরী মিঠু বক্তব্য রাখেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল হক জর্জ, ও বিএনপি অস্ট্রলিয়ার আহবায়ক দেলওয়ার হোসেন ও ছাত্রদল অস্ট্রলিয়ার সভাপতি রাশেদুল ইসলাম।
মেলবোর্ন বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন জালাল আহমেদ কুমু, সাধারণ সম্পাদক মেলবোর্ন বিএনপি, পাটোয়ারী মুন তৌহিদ ও আব্দুল কুদ্দুস শাহীন, সহ: সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন।
মিলাদ মাহফিল ও প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।
Source URL: https://priyoaustralia.com.au/articles/2014/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.