কানাডায় বাংলাদেশ হেরিটেজ সোসাইটি'র নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

by Priyo Australia | April 13, 2014 9:04 am

এডমোনটন, আলবার্টা (১২ এপ্রিল, ২০১৪) ঃ আজ বিকেলে এডমন্টনস্থ সোসাইটি’র অস্থায়ী কার্য্যালয়ে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার সভাপতি দেলোয়ার জাহিদের সভাপতিত্বে নববর্ষ উদযাপনে গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সহিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক এম আনামুর রহমান, সহ-সভাপতি আনোয়ার টমাল ইসলাম, এম ইসমাইল, ডলি ইসলাম, মিসেস মোর্শদা বেগম, সাবরিনা ইসলাম ও প্রারম্ভে উপস্থিত আহসান উল্লাহ।

বাঙালির চিরন্তন ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্ষবরণের আনন্দ সফল করে তুলতে, বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক এ সর্বজনীন উৎসবের দিন নববর্ষকে সার্বজনীন করার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। বাঙ্গালীদের বিকাশমান বাঙ্গলা সংস্কৃতির আবাহ বিদেশে ব্যাপকভাবে আলোড়িত করতে সোসাইটি’র বিস্তারিত কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়।

অভিববাসী বাঙ্গালীদের প্রবাসজীবনের সকল কষ্ট ও বঞ্চনার যন্ত্রণা ভুলে, পান্তাভাত, ইলিশমাছ ভাজা, কাচামরিচ, সুটকীভর্তা, ডাল ও রকমারি দেশী পিঠা খাবারের আয়োজন- শিশুকিশোরদের মনমাতানো নাচ,গান আর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানই শুধু নয় কিশান বাউলের মঞ্চমাতানো সঙ্গীত…পরিবেশন নিয়ে ব্যাপক প্রস্তুতির আলোচনা হয় এবং সহিদ হাসানের নেতৃত্বে একটি টীম গঠন করে দেয়া হয়।

সভাপতি দেলোয়ার জাহিদ, হেরিটেজ পদক প্রাপ্ত এম ইসমাইল (কমিউনিটি সার্ভিস) ও তাজুল আলী (কমিউনিটি সার্ভিস) এর পক্ষে টমাল ইসলামকে তাদের অবদানের জন্য পদক প্রদান করেন। ইতিপূর্বে গত ২১শে ফেব্রোয়ারীতে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহীর অন্যতম ভাষা সৈনিক মোঃ সিদ্দিক হুসাইন, প্রফেসর ডঃ নূরুল ইসলাম (শিক্ষা ক্ষেত্রে), ডঃ হাফিজুর রহমান (কমিউনিটি সার্ভিস), সহিদ হাসান (কমিউনিটি সার্ভিস ও সাংগঠনিক) কে ও পদক দেয়া হয়েছিলো।

Source URL: https://priyoaustralia.com.au/articles/2014/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87-2/