by Jabed Jahangir | May 21, 2014 11:12 pm
১৯৯১ সালের এক বিকেলের ঘটনা৷ হার্ডডিস্কের তথ্য সংরক্ষণের নতুন কার্যপদ্ধতি (অ্যালগরিদম) নিয়ে একটি বৈজ্ঞানিক নিবন্ধের খসড়া করে সেটি সম্পূর্ণ করার দায়িত্ব এক ছাত্রকে দিলাম৷
সকালে এসে সে আমাকে বোঝানোর চেষ্টা করল কীভাবে অ্যালগরিদমটি আরও সমৃদ্ধ করা যায়, যার ৪০ ভাগ আমি বুঝতে পারলাম৷ তার চিন্তাসহ নিবন্ধটি প্রথমবারেই জার্নালে প্রকাশিত হয়ে গেল৷ আমার এই ছাত্রটি হলো মঞ্জুর মোরশেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার কৌশল বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী৷ যে কাজ আমি বছর দেড়েকে করেছি, তার গুরুত্বপূর্ণ উন্নয়ন সে করল এক রাতেই!
কমনওয়েলথ বৃত্তি না পেয়ে মঞ্জুরের জিজ্ঞাসা ছিল, ‘স্যার, আর কী করলে এই বৃত্তিটি পেতাম?’ আমার কোনো সদুত্তর ছিল না৷ যে ছাত্রটি কোনো পাবলিক পরীক্ষায় দ্বিতীয় হয়নি, আন্তর্জাতিক মানের জার্নালে যার প্রকাশনা, তাকে আমরা বৃত্তি দিয়ে নিজেদের সম্মানিত করতে পারলাম না! মঞ্জুর বিষয়টি মনে রেখেছে৷
Source URL: https://priyoaustralia.com.au/articles/2014/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%87%e0%a6%a6/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.