by Priyo Australia | November 5, 2014 6:37 am
নানা আয়োজন ও ব্যাপক আনন্দে উদযাপন সিডনীর পরিচিত টেম্পি পার্কে গত ২৮ অক্টোবর ২০১৪ অনুষ্ঠিত হল অষ্টেলিয়া গ্রেটার নোয়াখালী সমিতির র্পূনমিলন। সিডনী, ম্য্যাকোয়ারী ফিল্ড, মিন্টো প্রবাসী নোয়াখালী বাংলাদেশী ছাড়া ও এবারের মেলায় ব্যাপক অংশগ্র্রহন ছিল নতুন প্রজন্মের প্রবাসী তরুন তরুনী। সিডনীর নোয়াখালী প্রবাসীরা প্রতি বছর অপেহ্মা করে এই দিনটির জন্য। পরিবার পরিজন নিয়ে খুব সকালে মেলায় উপসি’ত হয়েছেন সিডনীর বিশিষ্ট ও সুনামধন্য কমিউনিটির লিডার এবং ম্যেকোয়ারী ফিল্ড ওয়েলফেয়ারের সভাপতি জনাব ইসমাইল মিয়া। তার মুখে ছিল কিছুটা তৃপ্তির হাঁসি, তাই এই প্রতিবেদকে বলেই দিলেন ”দিন মনে হয় বছরে একটি সব নোয়াখালী প্রবাসী অষ্ট্রেলিয়া ভাই বোনদের দেখে কথা বলে কলিজা জুরায়। তার পরের লাইনে দাঁড়িয়ে ছিলেন কমিউনিটির ব্যবসায়ী ও লিবারেল মূলধারার রাজনীতিবীদ স্পাইসি অব লাইফ এর সত্বাধীকারী জনাব হারুন এর রশিদ। একে একে আসতে থাকেন বিশিষ্টজনেরা। কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী সমগ্র অষ্ট্রেলিয়ার সব নোয়াখালী যেন একই সূত্রে ঘাঁথা। অষ্ট্রেলিয়া মুক্তিযোদ্বা কমান্ডার এর সভাপতি জনাব আবুল হেলাল উদ্দিন পরিবার নিয়ে আগেই বসে গেছেন খোলা মাঠের বিছানা বসিয়ে। সাথে সাথে ছিল নোয়াখালীর আদি কালের ছোলক। বাঁধ ভাংগা তারন্যের উচ্ছাস ছিল মুরগীর লড়ায় ও মহিলাদের বালিশ খেলায়। এই অনুষ্ঠানের পুরো সার্বিক তত্তবাবধানে ছিলেন ডিরেক্টর শামছুজাম্মান স্বপন, র্কডিনেটর ও কমিউনিটি এনগেজমেন্টে ছিলেন রাশেদুল ইসলাম রাজু, ডিরেক্টর হোসায়েন সারোয়ার সায়মন, ডিরেক্টর আসিফুল ইসলাম রিসাব,ডিরেক্টর রাকিব আহমেদ ও কমিটির সকল মেম্বার। সাকিল আহমেদ রুবেল এর উপস’াপনায় পুরো দিনের অনুষ্ঠান ছিল এক প্রনবন্ত ও মনমুগ্দকর পরিবেশনা। আমন্ত্রিত সকল অতিথী , বিশিষ্টজনদের সন্মানে মধ্যান্নভোজ ও পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তঘোষনা করেন ডিরেক্টর সামছুজ্জামান স্পন।
Source URL: https://priyoaustralia.com.au/articles/2014/%e0%a6%85%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8b/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.