পুরাকীর্তি ও রহস্যরমণী

by Dilruba Shahana | July 4, 2014 10:55 pm

লেখিকার কথা:

উপনিবেশ দখলকারীরা অনেক জাতির অতিতের ঐতিহ্য পৃথিবীর নানা দেশ থেকে লুটে নিজের ভান্ডারে যত্নে সাজিয়ে রেখেছে। তেমন একটি ভান্ডার ব্রিটিশ মিউজিয়াম। এই মিউজিয়ামে ভারত সম্রাট জাহাঙ্গীরের দরবারে ব্যবহূত একটি হুঁকা রয়েছে। ছ’জন স্বর্ননির্মিত নৃত্যশিল্পী কারুকার্যময় হুঁকাটি ধারন করে আছে।

অভিজ্ঞতা থেকে দেখেছি ব্রিটিশরা হুঁকাটিাকে কখনো রাখে ওরিয়েণ্টাল গ্যালারিতে কখনও বা ইসলামিক গ্যালারিতে। তবে ভীষণ যত্নে রক্ষিত। অত্যন্ত মামুলী ক্যামেরায় কাঁচের বেষ্টনীতে রাখা হুঁকার ছবিটি তোলা। কাঁচের গুণগত মান খুব ভাল বলেই ছবিতে কোন রিফ্লেক্সন হয়নি। লুটের ধনও য্নে রাখতে জানে এরা!

Source URL: https://priyoaustralia.com.au/articles/2014/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%80/