ঢাকায় হয়ে গেল অস্ট্রেলিয়ান গণিত প্রতিযোগিতা

by Priyo Australia | August 8, 2014 2:27 am

আরও ৪০টি দেশের সঙ্গে আজ শুক্রবার সকালে ঢাকায় হয়ে গেল অস্ট্রেলিয়ান ম্যাথ কম্পিটিশন (এএমসি)। অস্ট্রেলিয়া ম্যাথ ট্রাস্টের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে একই সঙ্গে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার।

গণিত সংগঠন ম্যাট্রিক্স ঢাকার পান্থপথে একটি মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে। আবদুল মোনেম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজন সম্পর্কে মাহবুব মজুমদার জানান, শিক্ষার্থীদের সঙ্গে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার পরিচয় করিয়ে দেওয়ার ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির মোট ১৭০ জন শিক্ষার্থী পাঁচটি ক্যাটাগরিতে আজকের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সোয়া ঘণ্টার পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সঙ্গে গণিতবিষয়ক বিভিন্ন আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রাখা হয়।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্সাহ জোগাতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, সমাজকর্মী তাজিমা মজুমদার, বাংলাদেশে গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, পৃষ্ঠপোষক আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মাঈনুদ্দিন মোনেম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল হেলাল প্রমুখ।

মাহবুব মজুমদার জানান, শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো দেশে ও অস্ট্রেলিয়ায় মূল্যায়ন করা হবে। দু মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Source: www.prothom-alo.com

Source URL: https://priyoaustralia.com.au/articles/2014/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f/