কবিতাঃ ঋণ

by Sadat Hossain | March 24, 2014 7:11 am

মাঝরাতে যে বাঁশিটি বাজে

তার দুঃখ কে নিয়েছে কেড়ে

কে জিতেছে বাজি খেলে রোজ

কে দেখেনি এতটুকু হেরে?

মাঝরাতে যে মাঝিটি রোজ

গলা ছেড়ে মিশে যেত জলে

মাস্তুলে ডুবে থাকা দুঃখ

গোপনে কাহার কথা বলে?

যে বধুটি আঁচলের কোণে

ছোট মায়া ছোট সুখ বাঁধে

তার ঘরে জানলার ফাঁকে

কে সে পরদেশী দুঃখ সাধে?

যে আমিটি তোমাদের টানে

বেঁচে থাকি ছায়া হয়ে রোজ

সেই তুমি কোনও অবসরে

নাওনিকো এতটুকু খোঁজ।

আমাদের খোঁজ তবু থাকে

একা থাকা প্রতি দিন রাতে

ফ্রেমেদের ছবি থাকে একা

মাঝরাতে হাত খোঁজে হাতে

আমাদের বেঁচে থাকা যেন

মুখোশের ঢেকে থাকা দিন

শোধের গল্প ফাঁদি রোজ

বেড়ে চলে অগন্তি ঋণ

সাদাত হোসাইন

০৪/০৩/২০১৪

Source URL: https://priyoaustralia.com.au/articles/2014/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%83-%e0%a6%8b%e0%a6%a3/