by Abed Chaudhury | February 22, 2014 5:23 am
একুশ মানে শুধু নয় ভাষা অথবা
বর্ণমালা
একুশ মানে একলা পথে চলার সাহস
একুশ মানে মিনার শুধু নয় কিংবা কোন টিভি চ্যানেল
শোকের কাল টুকরা কাপড় বুকে পরা
একুশ মানে সর্বকালীন একটি স্পর্ধা বুকে ধরা
একুশ মানে নিজের জমি রক্ষা করা
একুশ মানে শেষ প্রহরের অন্ধকারে আলোর নামে বাজি ধরা
ভাষা যখন হারিয়ে ছিলাম তখন একুশ ভাষাহীনের যুদ্ধ ছিল
যখন মাটি হারিয়েছিলাম তখন একুশ রাষ্ট্রহীনের লড়াই ছিল
আজকে আমার ভাষা আছে ভূমি আছে
তবু আমার বাকি আছে যুদ্ধ অনেক
মানুষ হওয়া অনেক খানি বাকি আছে
রক্ত অশ্রু বেদনাদের সরিয়ে দেয়া বাকি আছে
গভীর রাতে বনের ভেতর দৈত্য দানা পোষ মানান বাকি আছে
একুশ মানে সেসব লড়াই একাকি পথ পেরিয়ে আসা
ফেব্রুরারির রক্ত আমায় এই প্রহরের সাহস আনুক
আশি হাজার পথের ভেতর দুঃখ ভোলার নুতন সড়ক
আশি হাজার গ্রামের ভেতর বরকতেরা একলা আছে
একুশ মানে এখন তাদের হাত ধরে ফুল চিনিয়ে দেয়া
একুশ মানে তাদের জন্য নুতন জীবন ছিনিয়ে আনা
Source URL: https://priyoaustralia.com.au/articles/2014/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.