পরিবেশ ও আমরা

by Khurshedul Alam | October 13, 2013 5:47 am

গত বছর বেড়াতে গিয়েছিলাম আমার প্রিয় বাংলাদেশে । উঠেছি আমার বাল্য আর কিশোর বয়স যেখনে কেটেছে সেই রাজাবাজারের বাসস্থানে । দেখলাম চারপাশে প্রচুর বহুতল ইমারতের সমাহার । পুরাতন সব ভবন ভেংগে নতুন আংগিকে বহুতল আবাসের স্থাপনা । আমি নিজেও Melbourne নগর পরিকল্পনা আর নতুন ইমারত গড়ার অনুমোদনকারী হিসেবে দায়িত্বরত আছি । Melbourne এ আমরা বহুতল ভবন গড়ার অনুমোদনের সাথে আরও একটি প্লান অনুমোদন দিয়ে থাকি সেটা হল “Environmental Management plan” আজ সারা বিশ্ব পরিবেশ রক্ষার জন্য আন্দোলন করছে । এই EMP তে থাকবে প্রকল্পটির কাজ কখন থেকে শুরু হবে আর কখন শেষ হবে । যেমন Melbourne এ আমরা সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬টা নাগাদ কাজ চলবে সোমবার থেকে শুক্রবার । শনিবার সকাল ৭ টা থেকে দুপুর ২ টা নাগাদ । আর সাপ্তাহিক ছুটির দিন রোববার কোন কাজ হবে না । এই EMP তে লিখা থাকবে আরো অনেক কিছুই এবং এই অনুমোদিত নকশাটি প্রকল্প স্থানের অফিসে ঝোলানো রাখতে হবে সকলে জানার জন্য ।আমি অন্য আলোচনায় না গিয়ে শুধু প্রকল্পের শুরুর সময় এবং কাজের সময় বলব ।

রাজাবাজারের আমাদের বাসার পাশের যেখানে একটি ইমারত গড়ার কাজ চলছে সেখানকার বিকট শব্দে আমার ঘুম ভেংগে গেল তখন রাত ২ টা বাজে । ভাল কথা বাসস্থান সমস্যা সমাধানের জন্য বহুতল ইমারত গড়া হচ্ছে । তাই বলে রাত দুপুরে অন্যের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে কাজ চলবে ? এতো হতে পারে না । এতে পরিবেশ দূষন হচ্ছে । মানুষ রাতের বেলা ঘুমাতে না পারলে পরদিন কিভাবে রাষ্টীয় কাজ করবে ? ছাত্ররা পরদিন কিভাবে মনোযোগ দিয়ে ক্লাস করবে, আর ওদের পড়াশুনার কি হবে ? আশে পাশের কোন অসুস্থ রোগী না ঘুমাতে পেরে মারাও যেতে পারে । যারা বয়স্ক তারা নতুন সমস্যায় পড়বে । রাতের বেলা কোন প্রকল্পের কাজ হতে পারে না । Melbourne এ আমরা কঠোর ভাবে নিয়ন্ত্রন করে থাকি । আশে পাশের কোন লোক পুলিশকে জানালে পুলিশ আইনি ব্যবস্থা নেয় ।
আমাদের দেশে পরিবেশ রক্ষার জন্য আন্দোলন হচ্ছে , এমনকি কারনে অকারনে বিভিন্ন ইস্যুতে হরতাল হচ্ছে । তারা কি কখন তার পাশের এই শব্দ দূষন নিয়ে আন্দোলন করতে পারে না ? এই শব্দ দূষন শুধু আমাদের ব্যাক্তিগত ক্ষতিই করছে না পাশাপাশি ক্ষতি করছে রাষ্টের । আমার অনুরোধ একটু সচেতন হলেই আর একটু প্রতিবাদী হলেই আমরা আমাদের পরিবেশ কে রক্ষা করতে পারি ।

আসুন প্রকল্পের কাজের সময় ঠিক রেখে অন্তত একজন অসুস্থ রোগীর জীবন রক্ষা করতে পারি, একজন ছাত্রের ভবিষ্যত নিশ্চিত করতে পারি, নিশ্চয়তা দিতে পারি একজন মানুষের বিশ্রামের সময়টাকে ।

বিঃদ্রঃ এই কাজের জন্য আমি আমার রাজাবাজারের বাসায় ঘুমাতে পারি নি । ভাগ্য ভাল ৭ দিন পরই আমি Melbourne এ চলে আসি । কিন্তু আমার হতভাগ্য অসুস্থ মা অথবা অন্য কোন প্রতিবেশীকে এই যন্ত্রনা বয়ে বেড়াতে হবে প্রতি প্রহর, প্রতি রাত্রিতে ।

Source URL: https://priyoaustralia.com.au/articles/2013/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/