by Farina Mahmood | August 9, 2013 8:19 am
… পত্রিকার পাতা উল্টালে আমার মনে হয় শপিং বাদ দিয়েও বাংলাদেশে মেয়ে / মহিলাদের ঈদ (ক্ষেত্র বিশেষে কিছু পুরুষেরও ঈদ) নিম্নের কয়েকটি বিভাগে বিভক্ত :
বিভাগ ১ – প্রি ফেস্টিভ্যাল পার্লার পর্ব :
১) রূপচর্চা – স্পা, মিল্ক বাথ, বডি ম্যাসাজ, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, নেইল আর্ট, উপটান,ফেয়ার পলিশ, পাকা পেপে, হলুদ, আদা, রসুন, লেবু, শসা, টমেটো , আলু, করলা, ঝিঙ্গা, উসতা ইত্যাদি ।
২) কেশ চর্চা – চুলের কাট, রিবনডিং, কার্ল, পাম্প, তেল, মেহেন্দি, হেয়ার প্যাক, ডিপ কন্ডিশনিং, ডিম, মধু, পাকা কলা, আধপাকা আম, কাঁচা জাম, কিলিয়ে পাকানো কাঁঠাল, ঝুনা নারিকেল ইত্যাদি ।
বিভাগ ২ – প্রি ফেস্টিভ্যাল কে ? কেমনে ?? কী ? পর্ব :
১) তারকার সাজ – এই বিভাগে ক্রমাগত ঘ্যানর ঘ্যানর করে আপনাকে জানানো হবে কোন তারকা কোন বেলায় কী রঙের কাপড় পরবেন, কোন দোকান থেকে কোন পাঞ্জাবী কিনে কে তাকে গিফট করেছেন, কোন সুগন্ধী মেখে তিনি কি দিয়ে নাশতা করবেন, মায়ের হাতের সেমাই আর বৌয়ের হাতের স্পাইসি বীফ উইথ হানি এন্ড ধাইন্যা চিলি কোনটা ছাড়া তার ঈদ অপূর্ণ … ইত্যাদি ।
কোনো কোনো তারকা অত্যন্ত পাটের সাথে জানাবেন যে সারা বছর একদম অবসর মিলে না তাই তাঁরা ঈদের দিন ঘুমিয়ে কাটান । কেউ কেউ দুঃখ করবেন এই বলে যে তারকা হবার পর আর আগের মতো মজা করে ঈদ করা হয় না । আপনি পড়বেন আর বলবেন – ও আল্লাহ !! তাই বুঝি ? যাহ দুষ্টু !
২) মহামান্য কহেন – এই পর্ব হলো ডিজাইনারের প্যাচাল পর্ব । ঈদ কে সামনে রেখে হালকা শীত, তীব্র গরম ও মাঝারী বসন্ত কে মাথায় নিয়ে, ফ্যাশন দুনিয়া এফোঁড় ওফোঁড় করে তারা ফ্লোরাল ও জিওমেট্রিক মোটিফের দেশী বিদেশী ম্যাটেরিয়ালের সংমিশ্রনে কে কি উদ্ভাবন করেছেন তা বলবেন । লম্বা হাতা না খাটো ঝুল কোন ট্রেন্ড চলছে সেটা সম্পর্কে তাঁরা এমন ডিটেল জ্ঞান দেবেন আপনাকে যে ডেফিনিটলি আপনি অনেক পছন্দ করে নিজের জন্য কেনা পোশাকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলবেন – কস কী মুমিন !!! আমি তো পুরাই মাননীয় স্পীকার হয়ে গেলাম !
বিভাগ ৩ – দিনব্যাপী মেকাপ ও গেটাপ নামা :
এই বিভাগে কয়েকজন রূপ ও ফ্যাশন বিশেষজ্ঞ আপনাকে তরতাজা ডিরেকশন দেবেন। যেমন ঈদের দিনে সুবহে সাদিকে আপনি কোন কালারের শাড়ী পরবেন, কি রঙের টিপ দেবেন, চুড়ি পরবেন কি না, পড়লে ক্যান পরবেন, না পড়লে ক্যান পরবেন না ….. এইসব । সূর্য কানপট্টি বরাবর এঙ্গেলে আসলে আপনি সাথে সাথে শাড়ি পাল্টে কাজের
সুবিধার্থে শর্ট স্লীভ ভি-নেক কামিজ পরে চুলটা পনিটেইল করে ফেলবেন । সাবধান এই সময় যেন চোখে কালো কাজল না থাকে । কাজল হবে হালকা বাদামী থেকে খয়েরী কালার আর লিপস্টিক হবে ন্যাচারাল থেকে সুপার ন্যাচারাল টোনের ! সূর্য মাথার উপর আসলে কিন্তু আবার এই সাজ অচল । সাথে সাথে আপনি ফেরত যাবেন মাঝারী থেকে ভারী ধরনের ঢিংকাচিকা কামিজে এবং তার সাথে সাজ হবে কার্ল হেয়ার উইথ মিডিয়াম ডার্ক লিপস্টিক। সূর্য পশ্চিমে হালকা হেলান মারার সাথে সাথে আপনি আবার শাড়ী তে ব্যাক করবেন … বাট বি কেয়ারফুল এবাউট কালার, জুয়েলারী এন্ড মেকাপ । মাঝারি ধরনের শাড়ীর সাথে জমকালো স্মোকি চোখ আর ইট কাঠ সিমেন্ট কংক্রীটের গয়না পরবেন । গোধুলি বেলায় কিন্তু আবার এইটা অচল । তখন আপনাকে যেতে হবে একটু ডার্ক শেডে । ঝটপট পাল্টে ফেলবেন কিন্তু । এরপর রাতে একদম কড়া লাল লিপস্টিকের সাথে চোখের পাতা ডাল পালা রঙের উপর রঙ্গে সাজাবেন । চুল করবেন আয়রন দিয়ে স্ত্রেইট, গয়না পরবেন যোধা আকবর স্টাইলের। সবশেষে লেইট নাইটে শরীরে যদি বিষ (এনার্জি) চুলকায়, তো আরেক দফা পাল্টাতে পারেন সাজ পোশাক !
যেইসব সাংবাদিক এইসব রিপোর্ট করে, যেইসব এডিটর এইসব রিপোর্ট ছাপানোর জন্য নির্বাচন করে, এদের প্রত্যেকের মা, বোন্, বউ অথবা প্রেমিকার উচিত অক্ষরে অক্ষরে এইসব প্রতিবেদন অনুসারে ঈদ করা এবং তা ওই রিপোর্টার / এডিটরের পয়সায় ! তাইলে এরা বুঝবে এইসব লেইট নাইট গাঞ্জাখোরী রিপোর্ট সুস্থ মাথার পাবলিক খায় না ! গাধার গুষ্টি কোথাকার !
আমাদের মা খালারা আর ঈদ করে না !
Source URL: https://priyoaustralia.com.au/articles/2013/%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.