আনন্দের ঈদ ও প্রিয় অস্ট্রেলিয়া পরিবার

by Atiqur Rahman Shubho | August 8, 2013 7:47 pm

সম্পাদকীয়[1]

ঈদ মানে খুশি, খুশি মানে আনন্দ । ছেলেবেলায় ঈদের দিন ভোরবেলায় দূর ঈদগাহ মাঠ থেকে এরকম বানী ভেসে আসত । গ্রাম বাংলার হাজার হাজার ইয়াকুব মাওলানারাদের শুমধুর কণ্ঠ চারদিকে ছড়িয়ে যেত । আবহমান বাংলাদেশের এমন ঈদ উৎসবের কথা কেউ কি ভুলতে পারে। দেশ ছেড়ে সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা লাখ লাখ বাঙালি ও মুসলমানদের সবচেয় বড় উৎসব হল এই ঈদ। আর বাঙালি যেখানেই আছে সেখানেই এই আনন্দ রূপ পায় এক সর্বাঙ্গীণ উৎসবে।

অস্ট্রেলিয়াতে নানা শহরে আজ হাজার হাজার বাংলাদেশি বাস করে। এখানেও এক মাস সিয়াম সাধনার শেষে আমরা সন্ধ্যার আকাশে উকি দিয়ে দেখি ঈদের চাঁদ উঠেছে কিনা। এখনও গাড়ী কিংবা বাড়িতে গান বাজাই ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’।

বরাবরের মত এবারও একটু খটকা ছিল এই ঈদের দিন নিয়ে। ক্যানবেরা সহ বেশ কয়েক শহরে একদিন আগেই ঈদ উদযাপিত হল, সিডনি তে একদিন পর। আমরা প্রায়শওই এই দ্বিধাবিভক্ত প্রশ্নের সম্মুখীন হই; অবশ্যও বিদেশিদের প্রশ্ন হল যে ‘তোমরা কি একদিন নির্দিষ্ট করে এটা পালন করতে পারনা ?’ আমাদের মনে হয় খুব সহজে এই বিতর্কের আবসান হবার নয়। দুনিয়ায় নানা মানুষ নানা মতবাদের উপর চলে, এমনকি বাংলাদেশের ২৮ গ্রামে একদিন আগেই ঈদ হয়। যাই হোক এই বিভ্রান্তি আমাদের বিষয় না। আমাদের প্রধান বিষয় হল, আমরা যেন সবাই এক সাথে হাতে হাত মিলিয়ে একজনের আনন্দ আরেক জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি। ঈদ আমাদের এই শিক্ষা দেয়।

আমরা যেন যাকাত, ফিতরা সহ ঈদের আরও সব রীতিনীতি মেনে চলি। ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় সমাজের যে দরিদ্র সদস্য, যে কিনা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেনা, দিনশেষে তারও ভাগে একভাগ মাংস প্রাপ্তি ঘটে। তার পরিবারের ছেলে মেয়ে সেদিন কি সত্যিই আননদ করে একটা দিন কাটায় না? এই পুঁজিবাদী দুনিয়ায় বাংলাদেশের কোনও একটি পরিবার হয়ত সেদিনই আমিষের দেখা পায়। আমরা যারা বিদেশ বিভুয়ে আছি, তারা দেশে ফেলে আসা দরিদ্র আত্মীয় বা দরিদ্র প্রতিবেশী এই মহিমান্বিত দিন সত্যিই আনন্দে কাটায় তা যেন নিশ্চিত করতে পারি।

ঈদ এলেই পঙ্কজ, দিবাকর আর বিধান চক্রবর্তী দাদারা, ডেভিড, জর্জ আর বড়ুয়ারা যেমন আমাদের সাথে একাত্ম হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তেমনি আমরাও যেন পূজা পার্বণে, বড়দিনে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। ঈদ আমাদের এই শিক্ষাই দেয়।

আমাদের সকল পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতা সহ সবাইকে ঈদের নির্মল শুভেচ্ছা রইলো। আপনাদের সবাই কে প্রিয় অস্ট্রেলিয়ার পক্ষ থেকে শুভ কামনা, আপনাদের প্রতিটি দিন হোক ঈদের দিনের মত আনন্দময়।

Endnotes:
  1. সম্পাদকীয়: http://www.amardeshonline.com/pages/news/2013/08/08/25376

Source URL: https://priyoaustralia.com.au/articles/2013/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d/