Bangla Article on Matrivasha Dibosh

by Dilruba Shahana | February 29, 2012 1:35 am

মেলবোর্নে বাংলা সাহিত্য সংসদের আয়োজনঃ মাতৃভাষা দিবস ২০১২
দিলরুবা শাহানা
আজ একুশে ফেব্রুয়ারীকে সামনে রেখে মেলবোর্নের বাংলা সাহিত্য সংসদ যে অনুষ্ঠানের আয়োজন করেছে যৌক্তিক ও আন্তরিক ভাবেই তা হচ্ছে মাতৃভাষা কেন্দ্রিক সচেতন নিবেদন। প্রতিবছরেই এইমাসে পৃথিবীর নানাদেশে নানা শহরে মাতৃভাষার জয়গাঁথা নিয়ে বাংলাভাষীরা অনুষ্ঠান আয়োজন করেন, যাঁদের আত্মদানে মাতৃভাষার মর্যাদা অধিষ্ঠিত তাদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা।

বিশ্ব জুড়ে নানা বিষয়কেন্দ্রিক দিবস, সপ্তাহ, বছর, দশক(যেমন জাতিসংঘের নারীবর্ষ, নারীদশক, বিশ্ব শিশুদিবস) পালিত হয়েছে। এই দিবসগুলো থেকে ভাষাদিবসের তাৎপর্য পুরোপুরি আলাদা। প্র মেই কোন সংগঠন বিশেষ কোন একটি বিষয়ে দিবস চিহ্নিত করে উদযাপন করে বা সবাইকে উদযাপনের জন্য আহ্বান করে। একুশে ফেব্রুয়ারীর ভাষাদিবস কোন সংগঠনের সুচিন্তিত উদ্যোগ নয়। ভাষাদিবস নির্মিত হয়েছে বাংলাভাষী মানুষের
আত্মপরিচয় রক্ষার তাগিদ ও ভালবাসা থেকে।

বিস্তারিত পড়তে নিচের পিডিএফ ফাইলে ক্লিক করুন।

2012/pdf/Vasha_Dibosh_2012_115312707.pdf[1] ( B) 

Endnotes:
  1. 2012/pdf/Vasha_Dibosh_2012_115312707.pdf: https://priyoaustralia.com.au/live/wp-content/uploads/files/2012/pdf/Vasha_Dibosh_2012_115312707.pdf

Source URL: https://priyoaustralia.com.au/articles/2012/bangla-article-on-matrivasha-dibosh/