Good Wishes to Kobita O Sheeter Pitha Utsab

by Arshad Bhuiyan | July 24, 2011 3:54 am

প্রিয় অস্ট্রেলিয়ার কবিতা শীতের পিঠা আয়োজনের সাফল্য কামনা করছি

যে কোন আয়োজনই যে কত কঠিন সময় সাপেক্ষ ব্যাপার তা কেবল আয়োজকরাই ভাল বলতে পারেন কিংবা উপলব্ধি করতে পারেন আমরা যারা পাঠক কিংবা দর্শক তারা কেবল আয়োজনের বহিরাবরণটাকেই দেখি কিংবা উপলব্ধি করি এবং নানা ধরনের মন্তব্য করি কিন্তু আমরা কি কখনো নিজের কাছে প্রশ্ন করি, কিভাবে পুরো ব্যাপারটি সম্পন্ন হোল ? যদি তা করি বা করার অভ্যাস করি তাহলে আয়োজকদের অনেক দোষত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখে; কেবল আয়োজনের অদম্য শক্তিটাকেই শুভেচ্ছা জানাতাম, দোষত্রুটিকে নয়

প্রিয় অস্ট্রেলিয়ার অন্যান্য বৎসরের মত এবারের কবিতা শীতের পিঠা ২০১১ আয়োজনকে আমি জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনুষ্ঠানের পেছনের সকল প্রচেষ্টা শক্তিসমূহকে আমার একরাশ হিমেল দুপুরের রৌদ্রকরোজ্জ্বলের মত উষ্ণ ভালবাসা অভিনন্দনঅনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে নিজেকে গর্বিত মনে করতাম,কিন্তু নানা ব্যস্ততার কারনে মনে হয় সম্ভব হবে না কিন্তু তাতে কি শরীরী উপস্থিতি না হলে আত্মার উপস্থিতি ঠিকই থাকবে আফজাল ভাইকে অনেক ধন্যবাদ মেইলের জন্যেদাওয়াত পেয়েছি এবং তা শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম এজন্যে মানিক ভাই তথা প্রিয় টিমের সকলকে আমার শুভেচ্ছাপাশাপাশি বাংলাদেশ হাইকমিশনকে অনেক ধন্যবাদ আয়োজনের সহযোগিতার জন্যে আমি আমার ব্যক্তিগত বাংলাদেশ অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (বাছার ) পক্ষ থেকে অনুষ্টানের সর্ব্বাঙ্গীন সাফল্য কামনা করছি আশা করছি, সকলে একটি সুন্দর শীতের বিকেল কবিতার মধ্যে দিয়ে উপভোগ করবেন যে যেখানে থাকুন ভাল থাকুন, সুস্থ্য থাকুন এই কামনায়

আয়োজক তথা সকল পাঠকদের জন্যে আমি আমার সংগ্রহের কবিতা থেকে একটি কবিতা আবৃত্তি লেখার সাথে জুড়ে দিলাম, আশা করছি সকলের ভাল লাগবে লেখাটি কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি চিঠি যা কবি কাজী মোতাহার হোসেনের কাছে প্রেরিত এবং আবৃত্তি করেছেন শিমুল মুস্তফা

আরশাদ হোসেন ভূঁইয়া

এডেলেইড, অস্ট্রেলিয়া

২২শে জুলাই ২০১১

2011/pdf/arshad_hossain_688533081.pdf[1] ( B) 

Endnotes:
  1. 2011/pdf/arshad_hossain_688533081.pdf: https://priyoaustralia.com.au/live/wp-content/uploads/files/2011/pdf/arshad_hossain_688533081.pdf

Source URL: https://priyoaustralia.com.au/articles/2011/good-wishes-to-kobita-o-sheeter-pitha-utsab/