by Washim Khan Polash | August 26, 2008 10:00 am
এবারের বেইজিং অলিম্পিক মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি ব্যর্থতার অলিম্পিক হয়ে থাকবে অলিম্পিক ইতিহাসে। হারিয়ে গেল কার্ল লুইস, বেনজনসনদের গড়া ইতিহাস গুলো। কোন আমেরিকান পারেনি স্বজাতিদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে। আথলেটিক্সে জ্যামাইকা নামের দেশটি কেড়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছ্রত্র আধিপত্য। এছাড়া রাশিয়া, কেনিয়া, ইথিওপিয়া আমেরিকার স্প্রিন্টারদের গতি থামিয়ে দিয়েছে এবার। এবারের অলিম্পিকের ৩৮ টি বিশ্বরেকর্ড আর ৮৫ টি অলিম্পিক রেকর্ড ইতিহাস হয়ে থাকবে।
পদক তালিকায় শীর্ষ ১০টি দেশ
1 China 51 21 28 100
2 United States 36 38 36 110
3 Russian Fed 23 21 28 72
4 Great Britain 19 13 15 47
5 Germany 16 10 15 41
6 Australia 14 15 17 46
7 Korea 13 10 8 31
8 Japan 9 6 10 25
9 Italy 8 10 10 28
10 France 7 16 17 40
৩০২ টি সোনার লড়াইয়ে নেমেছিল ২০৪ টি দেশের ১০ হাজারের ও বেশি ক্রীড়াবিদ। কোন অর্থ পুরস্কার নয় শুধুমাত্র জাতীয়তা বোধের টানে একটি মেডেল জিতে রেকর্ড বুকে নিজের দেশকে উপস্থাপন করা। অলিম্পিক শেষ হয়ে গেলেও এর রেশ থাকবে আর ও কিছুদিন। অফিস – আদালত, ক্যাফে – রেষ্টুরেন্ট, কলেজ – বিশ্ববিদ্যালয় সব আড্ডাতেই আলোচিত হবে আরও কিছুদিন।
স্বাগতিক দেশগুলো বরাবরই উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে। সমাপনী অনুষ্ঠানটিও হয়েছে আকর্ষনীয়। উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হয়েছিল চীনের পাচ হাজার বছরের ইতিহাস।
এবারের অলিম্পিকে ইতিহাস গড়লেন ২৩ বছর বয়সী আমেরিকান সাতারু মাইকেল ফেলপস। মোট ৮ টি স্বর্ন পদক জিতে ইতিহাস গড়েছেন তিনি। সাতটিতে নতুন বিশ্ব রেকর্ড। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে গড়া স্বদেশি সাতারু মার্ক স্পিখজ এর সাতটি সোয়া জেতার রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন। একমাত্র মাইকেল ফেলসের কারনেই এবারার বেইজিং অলিম্পিক ইতিহাস হয়ে থাকবে চিরদিন।
এবারের অলিম্পিকে প্রথম স্বর্ন পদকটি জিতেন চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্রের শুটার ক্যাট্রিনা ইমন্সই বেজিইং এর প্রথম স্বর্ন কন্যা। ১০ মিটার এয়ার রাইফেলে ৫০৩.৫ পয়েন্ট স্কোর করে এই ইভেন্টে গড়েছেন অলিম্পিক রেকর্ডও। উল্লেখ্য গত গ্রীস অলিম্পিকে এই ইভেন্টেই ব্রোঞ্জ পদক জিতেছিলেন ক্যাটরিনা। স্বাগতিকদেরও টার্গেট ছিল অলিম্পিকের প্রথম স্বর্নটি নিজেদের করে নয়া। এ ইভেন্টে ফেভারিট ছিলেন চীনের দু লি। কিন্তু এই চীনা মেয়েকে ৫ম স্থান নিয়েই ফিরতে হয়েছে শেষ পর্যন্ত। দু লি ব্যর্থ হলেও প্রথম দিন শুটিং এর দুটি স্বর্ন চীনকে পদক তালিকার শীর্ষে এনে দেয়। স্বাগতিকদের পক্ষে প্রথম পদকটি জিতেন ২৫ বছর বয়সি মহিলা ভারোত্তলক চেন ঝিয়ে ঝিয়ে। ৪৮ কেজি ওজন বিভাগে স্বর্ন পদক জিতেছেন তিনি।আর যুক্তরাষ্ট্রের পক্ষে প্রথম স্বর্নটি জিতেছেন ট্রিপল জাম্পার জেমস বি কনোলি। অলিম্পিকের পদক তালিকায় যুক্তরাষ্ট্রের আধিপত্য খর্ব করার চ্যালেঞ্জ দিয়েই এবারের অলিম্পিক শুরু করেছিল চীন। প্রথম দিন ২ টি স্বর্ন নিয়ে চীন শীর্ষে চলে আসে। ১ টি স্বর্ন, ১ টি সিলভার ও ১ টি ব্রোঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে অবস্থানে অবস্থান করে।
Please read full report in below attached pdf file.
Source URL: https://priyoaustralia.com.au/articles/2008/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%85%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.