by Farid Ahmed | July 15, 2008 10:17 am
বাংলাদেশকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারত সহায়তা দিয়েছিল সেজন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। তাই বলে ভারত যখন যা চাইবে তাই দিতে হবে যুক্তিটি কেবল মাত্রাতিরিক্ত আবদার। কারণ ভারত বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতে পরবর্তীতে কুন্ঠা করেনি। যেমন তারা গার্মেন্টস এর কোটা যাতে বাংলাদেশ না পায় সেজন্য তারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাঁরা এখনও আর্ন্তজাতিক নদী গুলির পানি দখল করে ভোগ করছে। প্রতিবেশীর সঙ্গে ভাল ব্যবহার বলতে যা বোঝায় তা ওই নয় মাস ছাড়া আমরা আর দেখিনি। এইতো সেদিন চালের দাম বাড়িয়ে দিয়ে অতিরিক্ত লাভ করে নিল।
বার্মা থেকে গত ১৭ বছর ১০ লক্ষ বার্মিজ বাংলাদেশে আছে। আমরা কি তবে একদিন বার্মার কাছে যা খুশি চাইবো? আমরা এতটা নীচ হতে পারবো কি? আমাদের জিয়া পরবর্তী সরকার পাকিস্তানীদের কাছে পাওনা আদায়ের দাবি স্থগিত রেখেছে। আমরা আজও বৃটিশদের কাছে অনেক কিছু পাই। কিন্তু তা আমার পাই না। এভাবে দেশের ও জনগণের স্বার্থ বিকিয়ে আমরা কিভাবে বেঁচে থাকবো?
ভারত ট্রানজিট চায়। আমার প্রথমে জানতে ইচেছ করে পূর্বভারতের জনগণ এই ট্রানজিট চায় কিনা? যদি তারা চায় তবেই আমরা বিষয়টি বিবেচনায় নিতে পারি। কারণ বিষয়টি তখন মানবিক হয়ে উঠে। ভারত দীর্ঘদিন ধরে দাদাগিরি করে আসছে, আমাদের দেশের ক্ষুদ্রজনগোষ্ঠিদেরকে দেশের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করছে, বিশ্ব দরবারে বলে বেড়ায় বাংলাদেশ মৌলবাদীতে ভরে গেছে, তাঁরা আরও বলছে বাংলাদেশী মৌলবাদীরা আর্ন্তজাতিক সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত।
এভাবে তাঁরা বাংলাদেশের ভাবমূতি ক্ষুন্ন করবে আর আমাদেরকে একঘরে করতে চাইবে, নেপাল, ভুটানকে শোষণ করবে, পাকিস্তানে গোলযোগ সৃষ্টি করবে, সেদেশের কাশমীর মুসলমানদেরকে নির্যাতন করবে,নাগাদের, আসামীদের, ত্রিপুরীদের, শিখদের এবং সর্বপোরি মুসলিমদের নির্যাতন, দমন করবে, তারা যুক্তরাষ্ট্রকে আরব দেশে বোমাবাজি করার ট্রানজিট দেবে- সেই ভারতকে কেন আমার ট্রানজিট দেব?
ভারত ১৯৭১ সালের নয় মাস আমাদেরকে সাহায্য দিয়েছে। আমরা এই সাহায্য প্রথমত: পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার কাছ থেকে পেয়েছি। এর আগে যখন আমরা পাকিস্তানের অংশ ছিলাম তখন কিন্তু তাদের সুনজর ছিল না।
আমরা প্যালেষ্টাইন এর পক্ষে কাজ করি। তাই বলে কি আমরা তাদের কাছে বিনিময়ে যা কিছু তাই চাইবো?
আমরা ভারতকে বিশ্বাস করতে পারি না। কারণ তাঁরা সবসময় আমাদের বিরুদ্ধেই অবস্থান নেয়। তাদের মাঝে একটি আগ্রাসী চেতনা কাজ করে যা মোটেও কাংখিত আচরণ হতে পারে না। একদিন ভারত যুক্তরাষ্ট্রে চেয়ে আগ্রাসী শক্তি হবে। সেটি বিবেচনায় রাখতে হবে। আমরা দরজা খুললে সেটি প্রয়োজনে বন্দ রাখবার মত সামর্থ রাখি কিনা? অর্থাৎ, আমাদের সার্বভৌমত্বকে সবার উপরে স্থান দিয়ে এবং তার পরে ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গর স্বার্থসহ সারা বিশ্বের শান্তিকামী মানুষের কথা বিবেচনা করতে হবে। তাদের কাছে জানতে হবে যদি নেপাল, ভুটান বা আফগানিস্তান যদি তাদের কাছে ট্রানজিট চায় তা দেবে কিনা? আরও নিশ্চিত হতে হবে তাঁরা সামরিক প্রয়োজনে এই ট্রানজিট ব্যবহার করবে কিনা?
এরপর আসবে আমাদের সেই সড়ক কাঠামো আছে কিনা? যদি না থাকে তবে প্রথমে তাদেরকে বলতে হবে এজন্য অর্থ প্রয়োজন। এজন্য আমরা কয়েকটি ফ্রি হাইওয়ে নির্মাণ করবো। যেমন মংলা বন্দর থেকে কোলকাতা পর্যন্ত একটি, চট্রগ্রাম বন্দর থেকে ত্রিপুরা-মিজোরাম, দিনাজপুর থেকে ময়মনসিংহ দিয়ে একটি। আপাতত: এই তিনটি ফ্রি হাইওয়ে নির্মাণ করে ভারতকে ট্রানজিট দেওয়া যেতে পারে। আর এসব নির্ভর করবে ভারতের মনমানসিকতার উপর। প্রথমত: তাদেরকে দাদাগিরি পরিত্যাগ করতে হবে। দেশের ভিতরে মানবাধিকার পরিস্থিতির ঊন্নতি করতে হবে, এবং আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশকে কোন
ভাবেই হেয় করা চলবে না। পারমানবিক শক্তি সহ সকল ধরণের সামরিক শক্তির মহড়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্বশান্তির পক্ষে কাজ করতে হবে। এসব শর্ত যাতে সুনিপুণভাবে তৈরী করে জনগণের মাঝে প্রচার করতে হবে উভয়দেশকে। এবং এই চুক্তি ঊভয় দেশের পার্লামেন্টে পাশ করতে হবে। কোন চুক্তি যেন দেশের জন্য ক্ষতিকর না হয়, বিশ্বের মানুষের অধিকারকে ক্ষুন্ন না করে তাও বিবেচনায় রাখতে হবে। নি:শর্ত ট্রানজিট কোভাবেই নয়।
লেখক: ন্যায় ও সুশাসন গবেষক মেলবোর্ণ বিশ্ববিদ্যালয়ে।
Source URL: https://priyoaustralia.com.au/articles/2008/%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.