জন্মদিন ও কান সমাচার

by Shahadat Manik | August 21, 2008 10:20 am

রাজনীতিবিদ এবং সাংবাদিক যে কোন সভ্য দেশের জন্যেই আসল চালিকা শক্তি। সাংবাদিকরা জাতির বিবেক হয়, স্বপ্ন দেখে, রাজনীতিবিদরা সে স্বপ্নের সঠিক সুন্দর রুপকার হয়। উন্নয়নশীল দেশগুলোতে – জাতি হিসেবে দাড়াতে হলে – ভালো রাজনীতিবিদ এবং ভালো সাংবাদিক, এ দুটোর কোন বিকল্প নেই।

প্রথমেই আমি আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা কোন রাজনৈতিক লেখা বা কোন ব্যাক্তি বিশেষকে তাক করে লেখা নয়। সভ্য মানুষ, মানুষের নীতি এবং নৈতিকতা বোধ বিষয়ক লেখার প্রচেষ্টা মাত্র। আপনারা হয়ত অনেকেই জানেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিএনপি’র (দেশ) নেত্রী খালেদা জিয়ার জন্মদিন বিষয়ক তারিখ গুলো। নানা সময়ে নানা ভাবে ভিন্ন ভিন্ন তারিখকে সঠিক জন্মদিনের তারিখ বলে বলা হয়েছে। অবাক হবার কিছু নেই। আমাদের প্রিয় বাংলাদেশে সবই সম্ভব! নিচের লিষ্ট দেখুন, ১৯৪৪ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত পাঁচ বার জন্ম গ্রহন করার তারিখ আছে:

একবার ভেবে দেখুন আমাদের সেরা সেরা প্রথম সারির নেতাদের আপোষহীনতা – নৈতিকতা কোথায় গিয়ে দাড়িয়েছে! এ পতন ঠেকানোর কোথাও কি কেউ নেই?

এবার আসুন সাম্প্রতিক একটি রিপোর্ট নিয়ে কথা বলি। বাংলাদেশের প্রথম সারির পত্রিকা। রিপোর্টটি ছিল আরেক রাজনৈতিক নেত্রী – শেখ হাসিনার বাম কানের সমস্যা নিয়ে। এমেরিকান ডাক্তার বলেছিলেন হাসিনা বাম কানে খুব কম শুনেন এবং এটি সেরে উঠার সম্ভাবনা খুবই সামান্য।

সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট টি ছিল এটিকে মিথ্যা প্রমান করার জন্যে। সচিত্র প্রতিবেদন। আসলেই হাসিনার কানে কি কোন সমস্যা আছে? দেখুন নিচে বাম কানকে ডান কান বা ডান কানকে বাম কান বানানো কত সহজ! এ পত্রিকাটি এর আগেও হলুদ ছবি সাংবাদিকতা করেছিল।

Shekh_Hasina_leftear.jpgShekh_Hasina_rightear.jpg

বাম কানকে ডান কান বা ডান কানকে বাম কান বানানো কত সহজ!

সাহাদাত মানিক
২১-০৮-২০০৮

Source URL: https://priyoaustralia.com.au/articles/2008/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/