by Dr Zafar Hossain | June 3, 2008 9:37 am
মাঝে মাঝে কষ্ট নিয়ে দেখি কিছু সাংবাদিক এবং বুদ্ধিজ়ীবি তাদের লেখায় একপক্ষকে বিশেষ আসনে তুলে ধরছেন । আমি রাজনৈতিক ধারা ভাষ্যকারদের কথা বলছি ।এরা তাদের মতামত তুলে ধরেন এ কথা মানি। সবার বাক স্বাধিনতা আছে। তবে কিছু কিছু ব্যাপারে ইতিহাস বিকৃত করার চেশটা করা হয় । এতে কিছু মানুশ কে বোকা বানানো যায় । তবে এ ব্যাপারটা মেনে নেয়া কষ্টকর । এসব ব্যাক্তিরা অনেকেই জীবিকার তাগিদে এটা করেন । অনেকেই নানান ধান্দায় এধরনের লুকোচুরি খেলে থাকেন। এ ধরনের মানুশ সব সমাজেই কিছু থাকে । তবে এদের সংখ্যা যখন বেশী হয়ে যায় তখনি সম্যসার সৃষ্টি হয় ।
জিয়াউর রহমানের জ়েষ্ঠ্য পুত্রের অবস্থা দেখে জনৈক ব্যাক্তি বলেছে জ়িয়াউর রজমানের পুত্রকে এমন অবস্থায় রাখা হয়েছে কেন । অনেকটা যেন সে যাই করুক না কেন দেশ বাসী তাকে মাথায় নিয়ে নাচবে । তার অনেক আকাম কুকামের কথা জনশ্রুত । কিন্তু প্রমানের অভাবে হয়তো একদিন সব কিছুর বিচার হবে না । কিন্তু দল নির্বিশেষে সবাই স্বীকার করেন তাদের আইনকে বৃদ্ধা আংগুলি প্রদর্শনের কথা ।
ঠিক সে ভাবেই শেখ হাসিনা এবং তার সংগপাংগদের তাদের ভুল ত্রুটির খেসারত দিতে হচ্ছে । আপনার আমার ভালো না লাগলেও কিছু করার নেই । কেউ আইনের উর্ধে নয় । অনেক প্রত্রিকার সম্পাদক নিজেদের ভাবতেন মাফিয়া নেতা । তার ফল তারা পাচ্ছেন । তাদের জন্য আবার এক কিসিমের বাংগালি মরাকান্না কাদে । তাদের জেল খানা থেকে বের করে আনবার হুমকি দেয় ।
আইন কারো বাপদাদার সম্পত্তি নয় । এটা বর্তমান সরকারের নেতাদেরও মনে রাখতে হবে ।
সামরিক বানিহীর যে সব সদস্যরা নিজেদের এলিট শ্রেনী বলে বিবেচনা করেন এবং গনশোষনে অংশ নেন তাদের ঘুমও একদিন হারাম হবে । তাই সাবধান হতে হবে ক্ষমতার ব্যবহারে ।
Source URL: https://priyoaustralia.com.au/articles/2008/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.